বাসের চাকায় পিষ্ট পুলিশ সদস্য
২৭ মার্চ, ২০২২, 6:43 PM
NL24 News
২৭ মার্চ, ২০২২, 6:43 PM
বাসের চাকায় পিষ্ট পুলিশ সদস্য
নিজস্ব প্রতিনিধি : বাগেরহাটে রোববার (২৭ মার্চ) দুপুরে জেলার ফকিরহাট উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা মোড় এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ইলিয়াস হোসেন (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
নিহত ইলিয়াস হোসেন ফকিরহাট মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কাশিপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, পুলিশ কনস্টেবল ইলিয়াস ডিউটি পালনের উদ্দেশ্য ফকিরহাট থানা থেকে বের হন। দুপুর ১২টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ইলিয়াস হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।