ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলির গুঞ্জন!

#

১১ অক্টোবর, ২০২২,  4:29 AM

news image

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি তাদের বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের কথা স্বীকার করেছেন সম্প্রতি। শোনা যাচ্ছিলো একসাথে সংসার করবেন তারা। তবে, এবার জানা গেল ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। যে কোনো দিন বিষয়টি নিয়ে তারা মুখোমুখি হবেন গণমাধ্যমেরও। কিন্তু, কবে? এই প্রশ্ন এখন সবার।

শাকিব বুবলির রূপালি পর্দার প্রেমের গল্প বাস্তবে বিয়েতে রূপ নেয় ২০১৮ সালের ২০ জুলাই।  ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় শেহজাদ খান বীরের। যা জানা গেছে শবনম বুবলির  ফেসবুক পোস্টে। সম্প্রতি শাকিব খান জানিয়েছেন সংসার করার কথা। এসবেরই মধ্যে শাকিব-বুবলির এক ঘনিষ্ঠ সুত্রে জানা গেল, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু হয়। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারো সঙ্গে কথা বলেননি। তারপরেও শুটিং করেছেন সিনেমার।

শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের সম্পর্কের কিছুটা উন্নতি হয়। কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে দূরত্ব বাড়তেই থাকে। এ দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে দাবি ওই ঘনিষ্ঠ সূত্রের।

শাকিব-বুবলি তাদের সম্পর্কের জট খুলতে মুখোমুখি হবেন গণমাধ্যমে এ কথা শোনা যাচ্ছে কদিন থেকেই। কিন্তু সেদিন আসলে কবে? সে প্রশ্ন এখন সবার। বা আদৌ তাদের বিচ্ছেদ হয়েছে নাকি সংসার করবেন তারা সেটাও প্রশ্ন অনেকের।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী