ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

বিনামূল্যে কানে শোনার যন্ত্র পাবেন বধিররা, আবেদন করবেন যেভাবে

#

নিজস্ব সংবাদদাতা

১৫ মে, ২০২৪,  4:56 PM

news image
ছবি: সংগৃহীত

দেশের শ্রবণ প্রতিবন্ধীরা (বধির) বিনামূল্যে সরকারের কাছ থেকে হিয়ারিং এইড বা কানে শোনার যন্ত্র বিনামূল্যে পাবেন। আবেদনের মাধ্যমে যন্ত্র পাওয়া যাবে।

এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় শ্রবণ প্রতিবন্ধীদের কল্যাণে ‘কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রম’ চালু করেছে। 

এই কর্মসূচির মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীদের সার্জারির মাধ্যমে সরকারি অর্থে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস (যন্ত্র) প্রদান করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দ নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ডিভাইসটি বিনামূল্যে/আংশিক মূল্যে প্রদান করা হবে। 

কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইসটি বরাদ্দ পাওয়া ও সার্জারির মাধ্যমে কানে স্থাপনের আগ্রহী শ্রবণ প্রতিবন্ধী শিশু রোগীর অভিভাবকগণের পক্ষ থেকে আবেদন করার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি।

১৫ মে গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

ঢাকার তেজগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনটির পরিচালক ডা. মো. জাকারিয়া সরকারের স্বাক্ষরিত ওই বিজ্ঞপিতে বলা হয়েছে, ৫ বছরের নিচের শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে। 

আবেদনপত্র সংগ্রহ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সকাল নয়টা থেকে দুপুর ১টার মধ্যে (ছুটির দিন ব্যতীত), রুম নং ৭০৯ (সপ্তম তলা), কক্লিয়ার ইমপ্লান্ট বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউটট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা এই ঠিকানায়। 

আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ২৩ জুন ২০২৪ পর্যন্ত।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী