ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলোনা কর্ণফুলীর আরমানের

#

নিজস্ব সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২২,  5:03 PM

news image
বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলোনা কর্ণফুলীর আরমানের

রিয়াদ, আনোয়ারা প্রতিনিধিঃ- বাঁশখালী থেকে ফেরার পথে আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরমান হায়দার (২২) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুই মোটরসাইকেল আরোহী। তারা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের সরকার হাট এলাকার পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরমান হায়দার কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা গ্রামের লোকমান হায়দারের ছেলে। আহতরা হলেন, রাউজান উপজেলার আকাশ দে(২৩) এবং জিইসি এলাকার ইমতিয়াজ মাহমুদ (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশখালীর দিক থেকে আসা একটি মোটর সাইকেল তৈলারদ্বীপ সেতুর পুরাতন টোলবক্স এলাকায় সড়কের গতিরোধকের সাথে ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের (চট্টমেট্রো জ ০৫-০২৯১) সামনে ছিটকে পড়ে পিষ্ট হয়। এতে আরমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাস পাতালে পাঠানো হয়।

নিহত আরমানের স্বজনরা জানায়, আরমান ও তার দুই বন্ধুসহ বাঁশখালীতে বৃহস্পতিবার একটি বিয়ে অনুষ্ঠানে যান। সেখান থেকে ফেরার পথে আনোয়ারা উপজেলার সরকার-হাট এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আরমানের মৃত্যু হয়। তাঁরা তিনজন নগরীর ন্যাশনাল পলিটেকনিক কলেজ এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর  ছাত্র । শনিবার সকাল এগারোটায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গতকাল রাতে সরকার-হাট এলাকায় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয় অপর দুই আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার হাসপাতালে প্রেরণ করে।আমরা দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী