ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই : পাপন

#

ক্রীড়া ডেস্ক

১৯ মে, ২০২৪,  4:29 PM

news image
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে গত বুধবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আবারও ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে। তবে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন ছিল না। প্রায় প্রতি ম্যাচে টাইগারদের ব্যাটিং লাইনআপ পরিবর্তন করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যা নিয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। মূলত টপঅর্ডারের ফর্মহীনতার করণেই এমন পথে হাঁটতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ সেই ব্যাটিংই। 

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি শান্ত, লিটনসহ টপঅর্ডারের অন্যরা। যে কারণে বিশ্ব মঞ্চে টাইগারদের ব্যাটিংঅর্ডার পরিবর্তনের আভাস দিয়েছিলেন হাথুরু ও অধিনায়ক নাজমুল শান্ত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছেন, 'ব্যাটিং অর্ডার পরিবর্তনের আমি কোনো সুযোগই দেখি না। কিভাবে করবে, আমি তো দেখি না। এখন আমি মনে করি, একেক জন একেক অভিমত দিতে পারে, সেটা দিয়ে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নাই।’

গতকাল শনিবার (১৮ মে) রাজধানীর মিপুর ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যাটিং অর্ডারে কে কোথায় ব্যাট করবেন সেটি পরিস্কার করেন দেন নাজমুল নাজমুল হোসেন পাপন, ‘ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুইজন খেলবে, এটা আমি বলতে পারছি না এখনও। বাট এই তিনজনের মধ্যে দুইজন খেলবে। তিনে শান্ত, চারে সাকিব, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, সাতে অনিক; যদি আমরা এই কয়জন ব্যাটার খেলাই। তারপর স্পিনার আসবে একজন, এখন এটা কি রিশাদ আসবে না শেখ মেহেদী আসবে সেটা আমি জানি না। আর তিন পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড।’

বাংলাদেশ দলের কাছের এই বিশ্বকাপে নিজের প্রত্যাশা জানাতে গিয়ে বলেন, 'ক্রিকেট সমর্থক হিসেবে আশা করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক। আর বিসিবির সভাপরি হিসেবে আশা করি ভালো খেলুক।'

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী