ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ব্রাজিলই এগিয়ে

#

০৮ ডিসেম্বর, ২০২২,  2:12 AM

news image

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ৮টি দল উঠেছে । সেখান থেকে টিকবে ৪ দল, তারপর ২ দল এবং সেই ২ দলের ফাইনাল থেকে শেষ হাসি হাসবে চ্যাম্পিয়ন ।  এবার সেই সৌভাগ্যভান কোন দল ?

যুক্তরাষ্ট্রের ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান ‘ফাইভথার্টিএইট’ কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বিশ্লেষণ করেছে। আর এ বিশ্লেষণে উঠে এসেছে, ইংল্যান্ড ও পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আর্জেন্টিনার চেয়েও বেশি। শতকরা হারের এই হিসাবে সবার ওপরে ব্রাজিল। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলের মধ্যে বিশ্বকাপ জয়ে ব্রাজিলকে সবার চেয়ে এগিয়ে রেখেছে ফাইভথার্টিএইট।

কোয়ার্টার ফাইনালের ঠিক হয়ে গেছে। শুক্রবার আল রাইয়ানের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সেদিন আরেক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। শনিবার কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচে মরক্কোর প্রতিপক্ষ পর্তুগাল এবং অন্য ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে ফ্রান্স। ব্রাজিলকে পরিষ্কার ফেবারিট হিসেবে রায় দিয়েছে ফাইভথার্টিএইট। প্রতিষ্ঠানটি হিসাব করে বের করেছে, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সর্বোচ্চ ৩৩ শতাংশ। নিজেদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে দাঁড়াতেই দেয়নি। প্রথমার্ধেই ৪ গোল করে ৪-১ ব্যবধানের জয় তুলে নেয়।

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৭৭ শতাংশ বলে মনে করে ফাইভথার্টিএইট। অর্থাৎ এই ম্যাচ থেকে ব্রাজিলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭৭ শতাংশ। আর সেমিফাইনাল থেকে ব্রাজিলের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫১ শতাংশ বলে মনে করে প্রতিষ্ঠানটি।  

পর্তুগাল ও ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সমান (১৪%) বলে মনে করে ফাইভথার্টিএইট। ইংল্যান্ড ও পর্তুগাল নিজ নিজ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে এবং সেখানে নিজ নিজ ম্যাচ দাপটের সঙ্গে জিতে উঠেছে কোয়ার্টার ফাইনালে। সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৫২ শতাংশ। সেমিফাইনাল থেকে পর্তুগালের ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৩ শতাংশ এবং ইংল্যান্ডের ৩০ শতাংশ।

আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা ১৩ শতাংশ। আর্জেন্টিনাও নিজ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ ষোলোয় উঠে আসে। সেখানে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে। 

মেসিদের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৫৮ শতাংশ। সেখান থেকে ফাইনালে ওঠার সম্ভাবনা ২৪ শতাংশ বলে মনে করে ফাইভথার্টিএইট।ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১২ শতাংশ। ইংল্যান্ডকে হারিয়ে ফরাসিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৪৮ শতাংশ বলে মনে করে ফাইভথার্টিএইট। ফাইনালে ওঠার সম্ভাবনা ২৭ শতাংশ। 

নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা ৭ শতাংশ ও ক্রোয়েশিয়ার ৪ শতাংশ এবং মরক্কোর শিরোপা জয়ের সম্ভাবনা ৩ শতাংশ বলে মনে করে ফাইভথার্টিএইট। ডাচদের সেমিফাইনালে ওঠার ৪২ শতাংশ সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী