ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

বেরিয়ে এলো ত্রিভুজ প্রেমের চাঞ্চল্যকর কাহিনি

#

নিজস্ব সংবাদদাতা

১২ নভেম্বর, ২০২৪,  11:54 AM

news image
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর অবশেষে কলেজছাত্র সুমন মিয়ার মরদেহের সন্ধান পাওয়া গেছে। সোমবার মধ্যরাতে শেরপুর শহরের সজবরখিলা এলাকার একটি বাড়ির উঠান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে ত্রিভুজ প্রেমের এক চাঞ্চল্যকর কাহিনি।

এ ঘটনায় নিহত সুমনের কথিত প্রেমিকা, তার বাবা এবং প্রেমিক রবিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার সকালে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা মামলায় সন্দেহভাজন প্রেমিকা ও তার বাবাকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে রবিনের নাম প্রকাশ পায়। এরপর ময়মনসিংহ থেকে অভিযান চালিয়ে রবিনকেও গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন মিয়া। একই কলেজের সহপাঠী এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল দীর্ঘদিন ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একাধিক ছবি পাওয়া গেছে। তবে একই সময় ওই তরুণী ময়মনসিংহের নটরডেম কলেজের শিক্ষার্থী রবিনের সঙ্গেও সম্পর্কে জড়ায়। একপর্যায়ে রবিন ও তরুণী মিলে সুমনকে হত্যার পরিকল্পনা করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন এসব তথ্য স্বীকার করেছে।

গত ৪ নভেম্বর বিয়ের কথা বলে সুমনকে ডেকে আনে তরুণী। শহরে কিছু কেনাকাটার পর বিকালে সজবরখিলা এলাকায় রবিনের বাসায় নিয়ে তাকে হত্যা করে লাশ উঠানে মাটিচাপা দেওয়া হয়।

সুমনের খালা কল্পনা বলেন, "সুমনকে আমি ছেলের মতো করে বড় করেছি। আজকে এই মেয়েটা আমার সুমনকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।"

পুলিশ জানায়, রবিনের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির উঠানে মাটি খুঁড়ে সুমনের লাশ উদ্ধার করা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী