ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলা কমিটিতে মুহাম্মদ হাবিবুল্লাহ

#

নিজস্ব সংবাদদাতা

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  2:37 AM

news image

মোরশেদ আলম, চট্টগ্রাম: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার(১৭ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৌহিদুল ইসলাম সাঈদকে। গুরুত্বপূর্ণ পদে আরো যারা স্থান পেয়েছেন,  সিনিয়র যুগ্ন সদস্য সচিব হাসান আল বান্না, মূখ্য সংগঠক প্রান্ত বড়ুয়া, মূখপাত্র ইফফাত ফাইরুজ ইফা।

এছাড়া কমিটির সহ- মুখপাত্র  হিসেবে স্থান পেয়েছেন বান্দরবান সরকারি কলেজের মেধাবী ছাত্র মুহাম্মদ হাবিবুল্লাহদায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমি অত্যন্ত আনন্দিতগর্বিত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে সহ- মুখপাত্র হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে  সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।"

সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি ছাত্র সমাজের ন্যায্য অধিকার ও সমাজে বিদ্যমান বৈষম্য দূর করতে কার্যকর ভূমিকা রাখবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী