ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

ব্ল্যাকমেইলের শিকার ফারিণ!

#

০৮ জুন, ২০২৪,  1:35 PM

news image
ছবি: সংগৃহীত

বিয়ের পর খুব সুন্দরভাবেই চলছিল রাইসার সংসার ও চাকরিজীবন। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যেই তাকে নিয়ে নানা রকম খারাপ মন্তব্য করেন ও খোঁচা দিয়ে কথা বলেন! কিন্তু সেসব একদমই পাত্তা দেন না রাইসা। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে অনেক প্রিয়।

কিন্তু বিপত্তি ঘটে রাইসার প্রাক্তন প্রেমিককে ঘিরে। একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও ছেড়ে দেয় সে। আর তার কারণে নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। স্বামী-সংসার, বাবা-মা সবাইকে তার হারাতে হয়। সবাই তাকে ভুল বুঝে। রাইসা কোনোভাবেই বোঝাতে পারে না এটি ভুয়া ভিডিও, তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তি’। এতে রাইসা চরিত্রে অভিনয় করেছন তাসনিয়া ফারিণ। নাটকটি নিয়ে দারুণ আশাবাদী এই অভিনেত্রী।

তার কথায়, ‘এবার ঈদে আমার খুব বেশি নাটক নেই। যে ক’টি কাজ করেছি তার মধ্যে এটি একটি। গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। আত্মহত্যার পথ বেছে না নিয়ে কীভাবে একটা মেয়ে সত্যের উন্মেচন করে আমার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন।’

‘মুক্তি’ নাটকে তাসনিয়া ফারিণের বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এর গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন। আসছে ঈদে নাটকটি প্রচার হবে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী