ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

#

১২ ফেব্রুয়ারি, ২০২২,  6:07 PM

news image
এক যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে ছাগলের ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে সাইদুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সাইদুল উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বীর ভদ্রঘাট পশ্চিমপাড়ার ইয়াসিন আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে সাইদুল তার মামাতো ভাই আরমান আলীর জমি থেকে ঘাস কেটে তার ছাগলকে খাওয়ান। বিষয়টি আরমান জানার পর সাইদুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। 

এক পর্যায়ে দুজন সংঘর্ষে লিপ্ত হন। এ সময় আরমানের লাঠির আঘাতে গুরুতর আহত হন সাইদুল। পরে তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়।  

অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সাইদুলের মৃত্যু হয়। 

কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী