ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

ভারতে ভাঙা হলো ১৮০ বছরের পুরোনো মসজিদের একাংশ

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৪,  10:32 AM

news image
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে ১৮০ বছরের প্রাচীন মসজিদের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। বান্দা-ফতেহপুর সড়কের ওপর মসজিদটির একটি অংশ পড়ায় ভেঙে ফেলার নির্দেশ দেয় জেলা প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মসজিদটির নাম নূরি জামে মসজিদ। জেলা প্রশাসন জানিয়েছে, সড়কের ওপর মসজিদের একাংশ পড়ায় কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই অংশ ভাঙেনি মসজিদ কমিটি। তাই নির্ধারিত সময়ের পার হলে গণপূর্ত বিভাগ থেকে গতকাল মঙ্গলবার মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়।

এরই মধ্যে মসজিদ ভাঙার নির্দেশের বিষয়টি নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কমিটি। তবে আদালত থেকে কোনো আদেশ আসার আগেই মসজিদের একাংশ ভেঙে ফেলা হলো।

ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অর্থ ও রাজস্ব) অবিনাশ ত্রিপাঠি বলেন, ‘মসজিদ কমিটি উচ্চ আদালতে একটি আবেদন জমা দিয়েছে। তবে এ নিয়ে এখনও শুনানির দিন ধার্য হয়নি। মসজিদের যে কাঠামোটি ভেঙে ফেলা হয়েছে, তা বর্ধিত অংশ। মূল ভবন অক্ষত রয়েছে।’

অবিনাশ ত্রিপাঠি আরও বলেন, ‘গত আগস্টে গণপূর্ত বিভাগ সড়কের ওপর নির্মিত স্থাপনা সরাতে বিভিন্ন বাড়ির মালিক, দোকানদার, নূরি জামে মসজিদ কমিটিসহ ১৩৯ জনকে নোটিশ দেয়। অন্যান্যরা সড়কের ওপর নির্মিত অংশ সরিয়ে নিয়েছে, মসজিদ কমিটি দোকান সরিয়েছে কিন্তু মসজিদের অংশটি সরায়নি। গণপূর্ত বিভাগকে প্রতিশ্রুতি দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে মসজিদের অংশ ভাঙেনি। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে ভেঙে ফেলা হয়েছে।’


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী