ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

মহেশখালীতে প্যারাবন কাটার দায়ে মামলা, স্কেভেটর জব্দ

#

১৫ আগস্ট, ২০২৪,  9:47 PM

news image
গোরকঘাটা রেঞ্জ অফিসার মো. আইয়ুব আলী'র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার অফিস:

কক্সবাজারের মহেশখালীতে প্যারাবন কেটে ঘের নির্মাণকালে একটি স্কেভেটর জব্দ করেছে বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ অফিস। এঘটনায় পানিরছড়া এলাকার মোহাম্মদ সিকদারকে প্রধান আসামি করে  ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বন বিভাগ।  গত ১৩ আগষ্ট দুপুরে গোরকঘাটা রেঞ্জ নিয়ন্ত্রিত ঝাপুয়া বিটের হোয়ানক  ইউনিয়নের অমাবস্যাখালী মৌজায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোরকঘাটা রেঞ্জ অফিসার মো. আইয়ুব আলী। তিনি জানান- অবৈধভাবে প্যারাবন কেটে ঘের নির্মাণের খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয় । এসময় একটি স্কেভেটর জব্দ করে গোরকঘাটা রেঞ্জ অফিস হেফাজতে আনা হয়েছে। এই বিষয়ে মহেশখালী কোর্টে মামলা দায়ের করা হয়, এতে আসামি করা হয়েছে  ৯ জনকে। পানিরছড়া এলাকার মোঃ সিকদার এর নেতৃত্বে প্যারাবন কাটা হয়েছে। প্যারাবন কাটার দায়ে এই  সিকদারের নামে এর আগেও  ৬-৭ টি মামলা আছে। প্যারাবন রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

তিনি আরো বলেন - উপকূলীয় বন বিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা,  সহকারী বন সংরক্ষক মহোদয়ের নির্দেশে, নৌবাহিনী ও মহেশখালী  উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে আমার সাথে ছিলেন  বিট কর্মকর্তা ঝাপুয়া ও গোরকঘাটা, চরণদ্বীপ ও মহেশখালী রেঞ্জের স্টাফ। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী