ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

মহেশখালীতে সাংবাদিকের উপর হামলা করেছে ছাত্রদল ক্যাডার

#

২৪ জানুয়ারি, ২০২২,  7:46 AM

news image

মহেশখালী প্রতিনিধি

আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। সে লক্ষ্যে উৎসাহ উদ্দীপনায় প্রতিটি এলাকায় লাগানো হচ্ছে নির্বাচনী পোস্টার। 


২৩ জানুয়ারী (রবিবার) রাত ১০ টায় মহেশখালী উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনের দেয়ালে পোস্টার লাগাতে গেলে ছাত্রদল ক্যাডার হারুন উদ্দিন রুবেলের নেতৃত্বে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দল সাংবাদিক শেখ আব্দুল্লাহর উপর হামলা চালায়। এসময় তাকে মারধর করে মোবাইল ভাংচুর করা হয়।


ঘটনার বিষয়ে সাংবাদিক আব্দুল্লাহ বলেন, আমি বিভিন্ন জায়গায় নির্বাচনী পোস্টার লাগাচ্ছিলাম, সেসময় ছাত্রদল ক্যাডার হারুন উদ্দিন রুবেলসহ ৬/৭ জন লোক এসে আমাকে এবং মহেশখালী উপজেলা প্রেসক্লাবকে বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ করে নির্বাচনী পোস্টার ছিঁড়তে থাকে। একপর্যায়ে আমি বাঁধা দিলে আমাকে ধাক্কাদিয়ে মাটিতে ফেলে দেয় এবং বেদড়ক মারধর করে। সহকর্মীদের ফোন করতে পকেট থেকে মোবাইল বের করলে কেড়ে নেয়।


ঘটনার বিষয়ে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রার্থী ইকবাল বাহার ও মোঃ ইউনুছ চৌধুরী জানান, ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে প্রশাসনকে অভিহিত করেছি। আগামীকাল মামলা করবে বলে জানান। 


মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল জানান, ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী