ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

#

৩১ জানুয়ারি, ২০২২,  10:08 PM

news image

মিসবাহ ইরান ও জুয়েল চৌধুরী 

কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক পদে আ.ন.ম. হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে এরফান হোছাইন, কোষাধ্যক্ষ পদে খাইরুল আমিন এবং প্রচার ও দফতর সম্পাদক পদে মিসবাহ উদ্দিন ইরান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহেশখালী উপজেলা প্রশাসকের মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯ ভোটারের সবাই ভোটাধিকার প্রদান করেন।  এবারের নির্বাচনে ৫টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।  নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন- বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হুমায়ুন কবির আযাদ, গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রনব কুমার দে, আবদুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কান্তি ভট্টাচার্য। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন- উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, একাডেমিক সুপারভাইজার ফজলুল করিম, কবি জাহেদ সরওয়ার, মহেশখালী থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম, শাহাদত ও জসিম উদ্দিন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, পৌর মেয়র আলহাজ মকছুদ মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই এবং স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক নির্বাচন পরিদর্শন করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী