ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

#

নিজস্ব সংবাদদাতা

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  4:40 PM

news image
ছবি: সংগৃহীত

মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে বাংলাদেশকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। দেশটির মানবাধিকার দূত এলেনর স্যান্ডার্সের ঢাকা সফরকে কেন্দ্র করে সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতি জারি করে এ ঘোষণা দেয়। স্যান্ডার্স অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়।  

বিবৃতিতে স্যান্ডার্স বলেন, “এই সফরের মাধ্যমে দায়বদ্ধতা, ন্যায়বিচার, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং শ্রমিক অধিকারের মতো অগ্রাধিকারমূলক ইস্যুতে যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতা জোরদার হবে।” তিনি, “যুক্তরাজ্য বাংলাদেশের টেকসই ও দীর্ঘমেয়াদী সংস্কারকে সমর্থন করে, যা মানবাধিকারের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি মজবুত করবে।”  

স্যান্ডার্স বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করে বলেন, “বহুপাক্ষিক অংশীদারিত্ব সুসংহত করতে আমরা কাজ করব।” ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “এ সফর গভীর বন্ধুত্ব ও বাংলাদেশের জনগণের জন্য সমৃদ্ধ, গণতান্ত্রিক ভবিষ্যত গঠনের প্রতিশ্রুতির প্রতিফলন।”  

স্যান্ডার্সের তিন দিনের সফরের এজেন্ডায় অন্তর্ভুক্ত রয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক সেমিনারে অংশগ্রহণ, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যুক্তরাজ্য-অর্থায়নে পরিচালিত প্রকল্প পরিদর্শন। সেমিনারে গণমাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষা ও মৌলিক অধিকার নিয়ে আলোচনা হবে। এছাড়া, তিনি জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন (ওএইচসিএইচআর) অফিসের জন্য নতুন তহবিল ঘোষণা করবেন, যা মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করবে।  

ব্রিটিশ হাইকমিশন জানায়, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকে আইনের শাসন, জবাবদিহিতা ও শান্তি-শৃঙ্খলা পুনরুদ্ধারে যুক্তরাজ্য সরকারের পদক্ষেপকে সমর্থন করে আসছে তারা।  

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী