ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

মামলায় হাজিরা দিতে এসে এলও অফিসে দালাল ও বিবাদীদের হামলার শিকার মহেশখালীর গিয়াস

#

০২ জুন, ২০২৪,  12:02 AM

news image

কক্সবাজার অফিস:

কক্সবাজারে এলএ মামলায় হাজিরা দিতে এসে  দালাল ও বিবাদীদের হামলার শিকার হয়েছেন মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের ইউনুচখালীর গিয়াস উদ্দিন চৌধুরী। 

ঘটনটি ঘটেছে গত ৩০ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজার জেলা ভূমি হকুম দখল কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা -২। 

অধিগ্রহণ শাখার কর্মকর্তা বিমল চাকমা ও সার্ভেয়ার সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। হামলার শিকার গিয়াস উদ্দিন চৌধুরী জানান,ভূমি অধিগ্রহণ শাখার দালাল বদিউল আলম ও গোলাম মোস্তফা প্রথমে তাকে কিল ঘুসি লাথি মারে এর পর বিবাদী পক্ষের মাহবুব আলম,রিশাদ হোসেন, রিদোয়ান, মকছুদ,ওসমান গণী ও আবদু রহিমসহ ১৫/২০ জনে মিলে বেদড়ক মারধর করে।শোর চিৎকার শুনে অন্যান্য লোকজন দৌড়ে  এসে গিয়াসকে উদ্ধার করে দ্রুত চিকিৎসা করতে নিয়ে যায়।সার্ভেয়ার সাজ্জাদ হোসেন বলেন,  সৃষ্ট ঘটনার পর শুনানী স্থগিত করা হয়েছে। 

ঘটনার বিবরনে জানাযায়,মামলা সংক্রান্ত জটিলতার কারণে ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনে বাদী বিবাদীদের মধ্যে বিরোধ দেখা দেয়।সৃষ্ট বিরোধ নিরসন করতে গিয়াস উদ্দিন চৌধুরী গং বাদী হয়ে মহেশখালী সহকারী জজ আদালতে অপর মামলা নং ১১৬/২১ ইং নাম্বার মামলায় প্রচারিত নিষেধাজ্ঞা আদেশ অনুবলে জমির ক্ষতিপূরণ প্রদান বন্ধ রাখার আবেদন করেন। 

অপর দিকে গত ১৩ অক্টোবর ২০২২ ইং তারিখ  জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা বরাবর এল এ মামলা নং ৩/২০১৮-১৯ ও ৪/২০১৭-১৮ দায়ের করা হয়। তৎ প্রেক্ষিতে ভূমি অধিগ্রহণ শাখার ২ এর কর্মকর্তা বিমল চাকমা স্বাক্ষরিত নোটিশ  স্মারক নং ৩৪৭ প্রথম পক্ষ গিয়াস উদ্দিন চৌধুরী গং ও মকছুদুল  করিম গং কে ৩০ মে হাজির হয়ে প্রমানাদিসহ বক্তব্য পেশ করতে বলা হয়।ওই দিন এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

উল্লেখ্য দালাল বদিউল আলম ও গোলাম মোস্তফার বিরুদ্ধে এল এ শাখায় দালালী করতে গিয়ে একজনের টাকা অন্যজনকে উত্তোলনে অনৈতিক সহযোগিতা করার অপরাধে কক্সবাজার সদর মড়েল থানায় সাধারণ ডায়রী করেছেন একাধিক ভুক্তভোগী। বদিউল আলম মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুচখালী গ্রামের খুল্ল্যা মিয়ার ছেলে আর একই এলাকার গোলাম মোস্তফা হারুন তাহেরের ছেলে। গোলাম মোস্তফার বিরুদ্ধে জিডি অপহরণসহ একাধিক মামলা রয়েছে। হামলার শিকার গিয়াস উদ্দিন চৌধুরী ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে যাচ্ছেন বলে জানিয়েছেন। 



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী