ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ‘জয় বাংলা’র শপথ কাদের সিদ্দিকীর

#

নিজস্ব সংবাদদাতা

০৫ এপ্রিল, ২০২৫,  2:52 PM

news image
ছবি: সংগৃহীত

বঙ্গবীর কাদের সিদ্দিকী শুক্রবার (৪ এপ্রিল) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে তাঁর মায়ের ২১তম মৃত্যুবার্ষিকীতে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহারের ঘোষণা দিয়েছেন। মিলাদ মাহফিলে বক্তব্যে তিনি বলেন, ‘‘আজ মায়ের কবরের পাশে শপথ করে গেলাম, এখন থেকে আমি জয় বাংলা বলব। এ স্লোগান কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি স্বাধীনতার প্রতীক।’’  

কাদের সিদ্দিকী বলেন, ‘গত ২৫ বছর একবারের জন্যও জয় বাংলা বলিনি। আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব। জয় বাংলা হবে আমাদের সবার।’

তিনি বলেন, ‘আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে এত দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তাঘাট বাংলাদেশ স্বাধীন না হলে এর কিছুই হতো না। আজ বড় দুর্ভাগ্যের বিষয়, আজকে এ স্বাধীনতাকে অনেকে মনেই করতে চায় না। গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশে ‘জয় বাংলা’ ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কারো দলের নয়, ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। এটা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, পুত্র দ্বীপ সিদ্দিকী, কন্যা কুঁড়ি ও কুঁশি সিদ্দিকীসহ স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা।  

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী