ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

মেম্বার হয়ে এলাকার দুঃখ লাঘব করতে চাই লোকমান হাকিম

#

নিজস্ব সংবাদদাতা

১৪ ডিসেম্বর, ২০২১,  2:48 PM

news image

আসন্ন পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি মেম্বার প্রার্থীরাও।

গত ৭ ডিসেম্বর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতিক বরাদ্ধের দিনে তালা প্রতিক নেন হাইদগাও ইউনিয়নের মকবুল আহমদ পন্ডিতের বাড়ি গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত মো. সোলায়মান এর পুত্র মেম্বার প্রার্থী মো. লোকমান হাকিম।

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। মহামারী করােনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান ।

স্থানীয়রা বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত - দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক লোকমান হাকিম কে মেম্বার হিসেবে দেখতে চাই।

ইউপি সদস্য পদপ্রার্থী মো. লোকমান হাকিম বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৯নং ওয়ার্ডের রাস্তা সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা নিশ্চিত করব৷ এবং এই ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার একটায় কাজ এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।

প্রসঙ্গত, ৪র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন হবে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসার।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী