ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

মেসির জন্য বিশ্বের সবচেয়ে বড় জার্সি

#

২৬ ডিসেম্বর, ২০২২,  3:22 PM

news image

তিন যুগ পর আবারও বিশ্বকাপের ট্রফি ফিরেছে আর্জেন্টিনাতে। অনেক অপেক্ষার এই প্রাপ্তিতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তিনি আর্জেন্টিনা দলকে শুধু নেতৃত্বই দেননি, সেই সঙ্গে দুর্দান্ত পারফর্মেন্সও করেছেন।

নিজ দেশের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বেই আর্জেন্টাইন সুপারস্টার মেসির ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

আর্জেন্টাইনদের জন্য বিশ্বকাপের সোনালি ট্রফিই এবারের সবচেয়ে সেরা উপহার। এবার মেসির জন্য এক বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছেন কলম্বিয়ায় তার এক অনুরাগী। লা পুলগার জন্য বিশ্বের সবচেয়ে বড় জার্সি তৈরি করেছেন দেশটির এক শিল্পী। 

শিল্পী আলেজান্দ্রো উরিবে, মেসির জন্য এক বিশেষ জার্সি তৈরি করেছেন। যার দৈর্ঘ ২০ মিটার। প্রস্থ ১৭ মিটার। এটি দৈর্ঘ্য-প্রস্থে বিশ্বের সবচেয়ে বড় শার্ট। যা বাতাস দিয়ে ফুলিয়ে অনেকটা বড়ও করা যায়। এর মধ্যে বাচ্চারা খেলাধূলাও করতে পারে। বিশেষ এ জার্সি নিয়ে উরিবে বলেন, শার্টটি গলা থেকে কোমর পর্যন্ত ২০ মিটার লম্বা। পাশাপাশি এক হাত থেকে আর এক হাতের প্রস্থ ১৭ মিটার। বাচ্চারা শার্টের ভেতর ফুটবল খেলাটা বেশ উপভোগ করছে। সারা বিশ্বে এই শার্টটি প্রদর্শন করা হবে। মেসির জন্য বিশেষভাবে তৈরি করা জার্সির ভেতর ফুটবল খেলায় মেতে উঠে একঝাঁক শিশু। তাদের মধ্যে এক বাচ্চা, যার নাম স্যামুয়েল মোরা। সে জানায়, মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় তারও একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। আর্জেন্টিনার জন্যও এটা একটা দারুণ অভিজ্ঞতা। 

মেসির জন্য তৈরি বিশ্বের সবচেয়ে বড় জার্সি ভেতর খেলার অভিজ্ঞতাও জানিয়েছে সেই খুদে। শার্টের ভেতর ফুটবল খেলতে গিয়ে সে ভীষণ আনন্দিত। তার চোখে, আর্জেন্টিনার বিশ্ব জয়কে বলা যায় ইতিহাসের সবচেয়ে সেরা ঘটনা। 


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী