ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

যুক্তরাজ্যের পাসপোর্ট পেল এক ভালুক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৪,  11:31 AM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর “প্যাডিংটন” নামে একটি ভালুককে পাসপোর্ট দিয়েছে। ভালকটির রয়েছে গাভর্তি গাঢ় বাদামি রঙের লোম ও মাথায় লাল রঙের একটি গোল টুপি। আর ভালুকটি তার প্রিয়জনের খোঁজে ঘুরতে ঘুরতে চলে এসেছে পেরু থেকে লন্ডনে।

শিশুতোষ গল্পের এই জনপ্রিয় চরিত্রটি সৃষ্টি করেছেন ইংরেজ লেখক টমাস মাইকেল বন্ড। খুব দ্রুতই মুক্তি পেতে যাচ্ছে প্যাডংটন নিয়ে নতুন সিনেমা “প্যাডিংটন ইন পেরু”।

সিনেমাটির সহ-প্রযোজক রব সিলভা বলেন, “আমি এবং আমার দল সিনেমাটিতে ব্যবহারের জন্য ভালুকটির একটি প্রতিরূপ পাসপোর্ট চেয়ে হোম অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা হোম অফিসকে চিঠি লিখে জিজ্ঞাসা করেছি যে আমরা একটি প্রতিলিপি পেতে পারি কিনা। পরবর্তীতে তারা আসলে একটি সরকারী পাসপোর্ট জারি করেছিল। এরকম কেবল একটিই পাসপোর্ট রয়েছে।”

পাসপোর্টটিতে প্যাডিংটনের ছবি ও পাশাপাশি তার ২৫ জুন জন্মদিন এবং পেরুতে তার জন্মস্থান সম্পর্কে উল্লেখ রয়েছে।

পেরুর আসন্ন ছবি “প্যাডিংটন ইন পেরু”-এর নির্মাতাদের অনুরোধের পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কাল্পনিক চরিত্র প্যাডিংটন বিয়ার এর জন্য একটি সরকারি পাসপোর্ট জারি করে।

সিলভা আরও বলেন, “আপনি ভাববেন না যে হোম অফিসের হাস্যরসের অনুভূতি থাকবে, কিন্তু সরকারী পর্যবেক্ষণের অধীনে, তারা তাকে কেবল বিয়ার হিসাবে তালিকাভুক্ত করেছে।”

প্যাডিংটন সিরিজের তৃতীয় সিনেমা “প্যাডিংটন ইন পেরু” ২০২৫ সালের ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমায় ছোট্ট প্যাডিংটন তার আন্টি লুসির সঙ্গে দেখা করতে পেরু যাবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী