ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয়ে ‘কোল্ড ওয়ার’ সময়ের ছায়া

#

নিজস্ব সংবাদদাতা

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  4:47 PM

news image
ছবি: সংগৃহীত

রাশিয়া যদি ইউক্রেনে জয়ী হয়, তাহলে ‘কোল্ড ওয়ার’ সময়ে যুক্তরাজ্যের যে প্রতিরক্ষা ব্যয় হয়েছিল, তার তিনগুণ বাড়াতে হতে পারে বলে অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসকে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ল্যামি বলেন, ইউক্রেনের পক্ষে সামরিক সহায়তা বাড়ানো না হলে ভবিষ্যতে ব্যয় বহুগুণ বেড়ে যাবে। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তার আলোচনায় স্বল্পমেয়াদি সঞ্চয়কে দীর্ঘমেয়াদি ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। শীতল যুদ্ধকালে (১৯৪৭–১৯৯১) যুক্তরাজ্য জিডিপির ৭% প্রতিরক্ষায় ব্যয় করলেও বর্তমান ব্যয় ২.৫%। তবে লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা উল্লেখ করেননি ল্যামি।

মিউনিখে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ল্যামি জোর দেন, ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানো জরুরি। তিনি বলেন, ‘ইউক্রেন ব্যর্থ হলে আমাদের ব্যয় বহু গুণ বাড়বে। শীতল যুদ্ধের সময়কার ব্যয় এখনো ছাড়িয়ে যেতে পারে।’ বর্তমানে ইউরোপের মোট জিডিপির মাত্র ০.০১% প্রতিরক্ষায় ব্যয় হওয়ায় তিনি এ খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫% করতে বলেছেন। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ জুনের সম্মেলনে এ ব্যয় ৩% ছাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।

যুক্তরাজ্যের বর্তমান প্রতিরক্ষা বাজেট ৫৬.৯ বিলিয়ন পাউন্ড (জিডিপির ২.৩%)। ১৯৫০-৬০-এর দশকে এ ব্যয় ৭% থাকলেও ২০১৭ সালে নেমে আসে ১.৯৮%-এ। ল্যামি সতর্ক করেন, ৭% অর্জনে বার্ষিক ১৭০ বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী