ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

যুক্তরাজ্যের বাড়ির দামে শীর্ষে লন্ডনের রাস্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৪,  5:54 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সবচেয়ে ব্যয়বহুল রাস্তাগুলোর তালিকা প্রকাশ করেছে লয়েডস ব্যাংক। এই তালিকার শীর্ষ ২০টি রাস্তার সবই লন্ডনে অবস্থিত। তালিকার শীর্ষে রয়েছে সেন্ট্রাল লন্ডনের বিখ্যাত নাইটসব্রিজ। এখানে একটি বাড়ির গড় মূল্য ২ কোটি ১৪ লাখ ৯ হাজার পাউন্ড। এছাড়া বিলাসবহুল দোকানপাট, হোটেল এবং রেস্তোরাঁয় পরিপূর্ণ এই এলাকাটি দীর্ঘদিন ধরে ধনীদের আকর্ষণ করে আসছে।  

দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম লন্ডনের ইলচেস্টার প্লেস। এখানের বাড়ির গড় মূল্য এক কোটি ৯৩ লাখ ৮৭ হাজার পাউন্ড। এই এলাকাটি একটি অত্যন্ত অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত। তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রোসভেনর স্কয়ার। এখানে একটি বাড়ির গড় মূল্য এক কোটি ৯ লাখ ৬১ হাজার পাউন্ড।  

লন্ডনের পশ্চিম অংশের এলাকাগুলো যেমন- ক্যানসিংটন, চেলসি এবং নটিং হিল এই তালিকায় বেশিরভাগ স্থান দখল করেছে। এ এলাকার বাড়িগুলোর পোস্টকোড SW, W এবং NW-এ পড়ে। এখানে বাড়ি কেনার জন্য গড়ে প্রায় ১৬ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড খরচ হয়।  

লন্ডনের বাইরে সবচেয়ে ব্যয়বহুল রাস্তা হলো ওয়েব্রিজের ইস্ট রোড। এখানকার একটি বাড়ির গড় মূল্য ৮ মিলিয়ন পাউন্ডের সামান্য বেশি। তবে এটি লন্ডনের তুলনায় অনেকটাই কম। ওয়েলসের সবচেয়ে ব্যয়বহুল রাস্তা যুক্তরাজ্যের এই তালিকার মধ্যে সবচেয়ে সস্তা। যা দেশের বিভিন্ন অঞ্চলে সম্পত্তির মূল্যের তারতম্যের ইঙ্গিত দেয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী