ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ৪২ হাজার অভিবাসী আদালতের রায়ের অপেক্ষায়

#

নিজস্ব সংবাদদাতা

১৭ মার্চ, ২০২৫,  4:29 PM

news image
ছবি: সংগৃহীত

আদালতের চূড়ান্ত রায় জানার অপেক্ষায় রয়েছেন যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ৪২ হাজার অভিবাসী। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, এই অভিবাসীদের প্রাথমিক আবেদন হোম অফিস প্রত্যাখ্যান করার পর তারা আদালতে আপিল করেন। বিষয়টি এখন শুনানির অপেক্ষায় রয়েছে। ব্রিটিশ সংবাদ বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের শরণার্থী কাউন্সিল জানিয়েছে, গত দুই বছরে আশ্রয়প্রার্থী বেড়েছে পাঁচগুণ। প্রায় ৪০ হাজার আশ্রয়প্রার্থী এখনো হোটেলে অবস্থান করছে।

হোম অফিস বলছে, প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করে আবেদন খারিজের পর আশ্রয় না পাওয়া প্রার্থীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। পরে আদালত তাদের জন্য তহবিল বরাদ্দের সময়সীমা বাড়িয়েছে।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, সময়ের সাথে সাথে অ্যাসাইলাম হোটেল ব্যবসা বন্ধ করতে এবং বাসস্থানের ‘অগ্রহযোগ্য অত্যধিক খরচ’ কমাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তবে শরণার্থী কাউন্সিল বলছে, আগের সরকারের রক্ষণশীল আইনের কারণে বেশির ভাগ আশ্রয়প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করতে হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল থাকা আশ্রয়প্রার্থীদের মধ্যে আফগানিস্তানের নাগরিক বেশি। এদের বেশির ভাগই ছোট ছোট নৌকায় করে যুক্তরাজ্যে এসেছেন।

শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেন, ‘আশ্রয়প্রার্থীদের ব্যাপারে যেন যৌক্তিক ও ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে।’

যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালের শেষে আদালতে পুরানো ৪১ হাজার ৯৮৭টি আশ্রয় আবেদন ছিল, যদিও ২০২৩ সালের শুরুতে তা ছিল মাত্র সাত হাজার ১৭৩টি। শরণার্থী কাউন্সিলের বিশ্লেষণে দেখা যায় যে গত বছর রাজনৈতিক আশ্রয়ের আবেদনের সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী