ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

যুক্তরাজ্যে চুরি হওয়া মোবাইল খুঁজতে ওয়ারেন্ট ছাড়াই তল্লাশির অনুমতি পাচ্ছে পুলিশ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  4:23 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পুলিশ চুরি হওয়া মোবাইল ফোন খোঁজার জন্য ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে তল্লাশি চালানোর নতুন ক্ষমতা পেতে যাচ্ছে। সরকারের "সেফার স্ট্রিটস মিশন"-এর অংশ হিসেবে 'ক্রাইম অ্যান্ড পুলিশিং বিল' নামে নতুন আইন প্রস্তাব করা হয়েছে। গৃহসচিব ইভেট কুপার বলেছেন, ফোন-ব্যাগ ছিনতাই, দোকান চুরি ও অসামাজিক আচরণ রোধে এই আইন জরুরি।  

বিল অনুযায়ী, ইলেকট্রনিক ট্র্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া মোবাইল, ল্যাপটপ বা বাইকের অবস্থান শনাক্ত হলে পুলিশ তা উদ্ধারে দ্রুত বাড়িতে ঢুকতে পারবে। কুপার বিবিসিকে বলেন, "অনেক ভিকটিম তাদের ডিভাইসের লোকেশন ট্র্যাক করেও পুলিশের দ্রুত পদক্ষেপ না পাওয়ায় হতাশ। নতুন ক্ষমতায় পুলিশ তদন্তে গতি পাবে।" তবে, তল্লাশির সিদ্ধান্ত পুলিশ ইন্সপেক্টর পর্যায়ে যাচাই করা হবে বলে তিনি উল্লেখ করেন।  

এছাড়া, দোকান চুরির ক্ষেত্রে ২০০ পাউন্ডের নিচের মামলাগুলোকে 'সামারি অফেন্স' না দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ছোট অপরাধও তদন্তের আওতায় আসবে। 

নতুন বিলে অ্যাসবোসের আদলে 'রিস্পেক্ট অর্ডার' চালু করা হবে, যার মাধ্যমে আদালত অসামাজিক আচরণে জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ বা কাউন্সেলিংয়ে বাধ্য করতে পারবে। এছাড়া, দোকান কর্মীদের ওপর হামলা, স্পাইকিং (ড্রাগ মিশিয়ে অজ্ঞান করা), স্টকারদের বিরুদ্ধে প্রতিরোধমূলক আদেশ এবং অনলাইনে বড় অর্ডারে ছুরি বিক্রি রোধে কঠোর নিয়ম যোগ করা হয়েছে।  

তবে, রেস্টুরেন্ট ও রিটেইল অ্যাসোসিয়েশন চালকদের সুরক্ষা না দেওয়ায় সমালোচনা করেছে। পাশাপাশি, পুলিশ বাজেট ও কারাগারে জায়গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গৃহসচিব দাবি করেছেন, ২০২৯ সালের মধ্যে ১৩,০০০ অতিরিক্ত নেইবারহুড অফিসার নিয়োগ ও ২০০ পাউন্ড মিলিয়ন বিনিয়োগে পরিকল্পনা বাস্তবায়ন হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী