ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

যুক্তরাজ্যে টিউলিপের পর আলোচনায় সালমানপুত্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৫,  11:49 AM

news image
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে যুক্তরাজ্যে আলোচনার মধ্যেই নতুন করে উঠে এসেছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নাম। ব্রিটিশ রাজার উদ্যোগে গঠিত দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শায়ান।  

সালমান এফ রহমান ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এ বছরের আগস্টে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সালমান, তার ছেলে শায়ান ও পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, শায়ান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা লন্ডনে শায়ানের মালিকানাধীন সম্পত্তিতে থাকতেন।  

ডেইলি মেইল আরও জানিয়েছে, দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ২০০৭ সালে ব্রিটিশ রাজা চার্লসের উদ্যোগে গঠিত হয় ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট। বর্তমানে শায়ান রহমান এই ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান।  

দুর্নীতির অভিযোগ সত্ত্বেও শায়ান এ পদে বহাল থাকায় প্রশ্ন তুলেছে সংবাদমাধ্যমটি। এ প্রসঙ্গে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট এক বিবৃতিতে জানায়, তারা অভিযোগ সম্পর্কে অবগত এবং বাংলাদেশের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে।  

শায়ানের মুখপাত্র বলেছেন, “শায়ান রহমান ব্রিটিশ নাগরিক। তিনি কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি। বাংলাদেশে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”  

এদিকে, বাংলাদেশের অর্থপাচার নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূসও শায়ানের দানশীলতার প্রসঙ্গ তুলে রসিকতা করেছেন।  

শায়ান একসময় বেক্সিমকো গ্রুপের সিইও ও আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। ক্ষমতার পটপরিবর্তনের পর তিনি এসব দায়িত্ব হারান।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী