ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন আবিদা ইসলাম

#

নিজস্ব সংবাদদাতা

২৮ জানুয়ারি, ২০২৫,  3:45 PM

news image

ব্রিটেনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আবিদা ইসলাম। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়োগের কথা জানিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৭ জানুয়ারি ২০২৫ হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের হাইকমিশনার হিসেবে আবিদা ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

আবিদা ইসলামের পেশাগত ক্যারিয়ার দীর্ঘ ও গৌরবময়। তিনি একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। উনার কর্মজীবনের কিছু উল্লেখযোগ্য দিক হলো:

আবিদা ইসলাম সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময় তিনি ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছেন।

তিনি জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জেনেভায় দায়িত্ব পালন করেন। সেখানে তিনি বিভিন্ন বহুপাক্ষিক বিষয়ে দক্ষতার পরিচয় দেন।

মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিষয়ক দপ্তরে তার ভূমিকা।তিনি বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে লস অ্যাঞ্জেলেসে কর্মরত ছিলেন।

আবিদা ইসলাম বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এবং আলোচনায় অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি দক্ষতার সঙ্গে দেশের অবস্থান তুলে ধরেছেন।

তার অভিজ্ঞতা ও দক্ষতার ফলে তিনি সবসময় বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী