ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

যুক্তরাজ্যে বাড়তে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি

#

নিজস্ব সংবাদদাতা

০৫ নভেম্বর, ২০২৪,  12:39 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের আলোচনা অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের ব্রিটিশ ছাত্রছাত্রীদের জন্য বর্তমান টিউশন ফি ৯,২৫০ পাউন্ড থেকে বাড়িয়ে প্রায় ৯,৫০০ পাউন্ড করা হতে পারে বলে জানিয়েছে সরকারের শিক্ষা বিভাগ। 

২০১৭ সাল থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ব্রিটিশ ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি ৯,২৫০ পাউন্ড নির্ধারিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকার বাধ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির ব্যয়ভার বজায় রাখতে টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দীর্ঘ আট বছরের স্থিতিশীলতার পর প্রথমবারের মতো এই ফি বাড়তে যাচ্ছে।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানান, মূল্যস্ফীতি এবং শিক্ষার মান বজায় রাখার জন্য এ পদক্ষেপ প্রয়োজনীয় হয়ে পড়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি আগে থেকেই নির্দিষ্ট সীমার বাইরে থাকায় তাদের ক্ষেত্রে টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত ভিন্নভাবে কার্যকর করা হয়। তবে ব্রিটিশ ছাত্রছাত্রীদের জন্য এই সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়গুলির বাজেটের উপর চাপ তৈরি হয়েছে। এটি কাটিয়ে উঠতে ফি বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, উচ্চ শিক্ষার খরচ বাড়ায় আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য এটি বড় ধাক্কা হবে। অন্যদিকে, কেউ কেউ মনে করেন যে টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত যুক্তিসঙ্গত।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী