ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটির ওপর রহস্যময় ড্রোন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৪,  11:59 AM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে ব্রিটেনে তিনটি বিমান ঘাঁটির ওপর বেশ কয়েকটি অজ্ঞাত ড্রোন দেখা গেছে। বুধবার (২০ নভেম্বর) থেকে শুক্রবারের মধ্যে এই ড্রোনগুলো দেখা যায়। যুক্তরাজ্যের সাফোক কাউন্টিতে অবস্থিত দুটি বিমান ঘাঁটি আরএএফ ল্যাকেনহিথ এবং আরএএফ মিল্ডেনহল এবং নরফোক কাউন্টিতে অবস্থিত ‌আরএএফ ফেল্টওয়েলের ওপর দেখতে পাওয়া ড্রোনগুলো নিয়ে রহস্য তৈরি হয়েছে। এই তিনটি ঘাঁটিই  মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে,বর্তমানে এই ড্রোনগুলোকে শত্রুদের নিক্ষেপ করা বলে মনে করা হবে কিনা তা স্পষ্ট নয়। এগুলোকে ‘ছোট মানববিহীন বিমান ব্যবস্থা’ বলে অভিহিত করা হয়েছে।

ইউরোপে মার্কিন বিমান বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে ড্রোনগুলো তিনটি বিমান ঘাঁটির ওপর দেখা গেছে। ড্রোনগুলোর সংখ্যা পরিবর্তনশীল ছিল এবং এগুলো আকার বা কাঠামোতে বিভিন্ন রকম ছিল।’

তিনি আরও বলেছেন, এই ড্রোনগুলো সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল। ঘাঁটির কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে কোনও অনুপ্রবেশই সেখানকার বাসিন্দা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর প্রভাব ফেলেনি।

ওই মুখপাত্র বলেন, পরিচালনাগত সুরক্ষার জন্য আমরা আমাদের নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা করি না। তবে স্থাপনাগুলোর সুরক্ষার অধিকার সংরক্ষণ করি। আমরা আমাদের আকাশসীমা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। ঘাঁটির কর্মী, স্থাপনা এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ এবং মিশন অংশীদারদের সঙ্গে কাজ করছি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা এ ধরনের হুমকিকে গুরুত্ব সহকারে নিই এবং প্রতিরক্ষা স্থাপনাগুলোতে দৃঢ় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখি। ঘাঁটিগুলোতে ড্রোনবিরোধী নিরাপত্তা সক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বড় ঘাঁটি আরএএফ ল্যাকেনহিথ। এখানে যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। আরএএফ মিল্ডেনহলযুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ১০০তম এয়ার রিফুয়েলিং উইং-এর ঘাঁটি। এই ঘাঁটিটি মূলত জ্বালানি সরবরাহকারী বিমানের কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। আরএএফ ফেল্টওয়েল মূলত সামরিক কর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী