ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

যুক্তরাজ্যে ৭০ পাউন্ডে বিক্রি হচ্ছে ডেলিভারি অ্যাকাউন্ট, ঝুঁকিতে নিরাপত্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৪,  4:30 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফেসবুকে মাত্র ৭০ পাউন্ডে বিক্রি হচ্ছে উবার ইটস, ডেলিভারু এবং জাস্ট ইটসের ডেলিভারি অ্যাকাউন্ট। সহজেই এই অ্যাকাউন্ট বিক্রি বা ভাড়া পাওয়া যাওয়ায় আইনি জটিলতা এবং নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে। বেআইনি কর্মী, অপ্রাপ্তবয়স্ক বা অপরাধমূলক পটভূমি থাকা ব্যক্তিরা সহজেই এসব অ্যাকাউন্ট ব্যবহার করে ডেলিভারি করছে। এতে ভোক্তাদের নিরাপত্তা এবং কুরিয়ারদের অধিকার হুমকির মুখে পড়ছে। 


মাই লন্ডনের প্রতিবেদনে বলা হয়, ডেলিভারি কর্মীরা স্ব-নিয়োজিত হিসেবে নিবন্ধিত। তারা আইনি ভাবে অন্যদের দিয়ে তাদের পরিবর্তে খাবার পৌঁছে দিতে পারেন। তবে এতে কিছু ঝুঁকি থেকে যায়। ফুড ডেলিভারি অ্যাপগুলোর এ বিষয়ে কড়া নজরদারি নেই। এর ফলে একজন অনুপযুক্ত, কম বয়সী বা অপরাধী পটভূমি থাকা ব্যক্তির হাতে অ্যাকাউন্ট ভাড়া যেতে পারে। পাশাপাশি অনেক ডেলিভারি কর্মী তাদের ছুটির ভাতা বা অসুস্থতার ভাতা থেকে বঞ্চিত হতে পারেন। তাছাড়া, কোনো অপরাধ সংঘটিত হলে দোষীকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।

একজন ডেলিভারু মুখপাত্র বলেছেন, “আমরা আইনি বাধ্যবাধকতা পালন না করলে কোনো রাইডারের প্রতি শূন্য সহনশীলতা প্রদর্শন করি। যদি কেউ আইন লঙ্ঘন করে, আমরা তার সঙ্গে কাজ বন্ধ করে দেব। আমরা প্ল্যাটফর্ম সুরক্ষায় প্রযুক্তি ব্যবহার করছি এবং নিবন্ধন প্রক্রিয়া জোরদার করেছি।”


উবার ইটস-এর একজন মুখপাত্র বলেছেন, “আমাদের অ্যাপে কাজ করতে হলে ১৮ বছরের বেশি বয়স এবং আইনি কাজের অধিকার থাকতে হবে। এছাড়াও, অপরাধমূলক পটভূমি যাচাই করা হয়। আমরা প্রক্রিয়া নিয়মিত পর্যালোচনা করি এবং কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নিই।”

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী