ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

রাতের খাবার টেবিলে একসঙ্গে সানী-মৌসুমী

#

১৭ জুন, ২০২২,  3:29 PM

news image

জায়েদ খানকে কেন্দ্র করে ওমর সানী-মৌসুমীর মধ্যে সম্পর্কের চির ধরে। চলচ্চিত্রপাড়ায় এনিয়ে নানান জল্পনাকল্পনা শোনা যাচ্ছিল। তবে এবার সানী-মৌসুমী ভক্তদের কিছুটা স্বস্থি মেলেছে। স্বস্থির পেছনে রয়েছেন চিত্রনায়ক ওমর সানী। 

বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ফেসবুকে একটি স্থিরচিত্র লক্ষ্য করা গেছে। যেখানে এক টেবিলে দেখা মেলে সানী-মৌসুমী দম্পতিকে। সঙ্গে ছিলেন ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরাও। ছবিটি ওমর সানী নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। ক্যাপশনে লিখেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। এমন ছবি পেয়ে আনন্দে আটখানা ঢালিউড হয়ে নেটাগরিকরা। শুভেচ্ছা জোয়ারে ভাসছেন সানী-মৌসুমী। 

এদিকে, নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন মৌসুমী। ছবির ক্যাপশনে মৌসুমী লেখেন, ‘কঠিন বাস্তবতা অতিক্রম মানে হচ্ছে স্বপ্ন ছুঁয়ে দেয়া।’ মৌসুমীর ওই পোস্টে নানা মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা। অনেকে ছবির মন্তব্যের ঘরে লিখছেন, আপা নতুন জীবনে স্বাগতম। কেউ লিখেছেন, ঘরের কথা পরকে জানানো ঠিক নয়। আবার কেউ লিখেছেন, মর্যাদা রক্ষা করুন, নষ্ট লোককে ত্যাগ করুন। এরকম অসংখ্য মন্তব্যে ভরিয়ে যাচ্ছে মৌসুমীর ওই পোস্টে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী