ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

রামুতে বন রক্ষক হত্যার ঘটনায় আটক-২

#

২৫ জানুয়ারি, ২০২২,  9:29 PM

news image

কক্সবাজার অফিস 

কক্সবাজারের রামুর ব্যাঙডেবা গ্রামের বন রক্ষক ( হেডম্যান)   আলী আহাম্মদকে হত্যার মিশন ৩০ মিনিটের মধ্যেই শেষ করে দুর্বৃত্তরা। 

পূর্ব পরিকল্পনা অনুযায়ী  হত্যাকাণ্ডে অংশ নেয় ১০ - ১২ জন। পরে সেটিকে ডাকাতির ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাজ্জাদ হোসেনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার অপরজনের নাম সানাউল্লাহ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি)  র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

তিনি জানান, আলী আহাম্মদ দীর্ঘ ২৮ বছর ধরে বনবিভাগের হেডম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রামুর ব্যাঙডেবা গ্রামের মসজিদ কমিটি, স্থানীয় স্কুল কমিটিসহ সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতেন তিনি। বনবিভাগের গাছ চুরি ও জায়গা দখল ঠেকাতে তার কঠোর প্রচেষ্টার কারণে শত্রুতা হয় অনেকের সঙ্গে। সেই শত্রুতার জের গত ১৬ জানুয়ারি দিনগত রাত সাড়ে ১২টার দিকে আলী আহমদকে কুপিয়ে হত্যা করা হয়।

আলোচিত এ হত্যার ঘটনায় রামু থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তার পরিবার। পুলিশের পাশাপাশি র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। সবশেষ মঙ্গলবার রাতে এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাজ্জাদ হোসেনসহ দুইজনকে বান্দরবানের আলীকদম এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার অপরজনের নাম সানাউল্লাহ। দুইজনের বাড়ি ব্যাঙডেবা গ্রামে।  

তানভীর হাসান জানান, নির্মম এই হত্যাকাণ্ডকে ডাকাতির ঘটনা হিসেবে সাজাতে ঘটনার রাতে বনবিট অফিসে গিয়ে স্থানীয় ৫ জন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে টয়লেটে আটকে রাখে ‍দুর্বৃত্তরা। বিট কর্মকর্তা, মালির থাকার ঘর ও স্টাফ রুমের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এরপর আলী আহমদের ঘরে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের ছোট ভাই মনজুর আলম। তিনি বলেন, আমার ভাই বন রক্ষা করতে গিয়ে শত্রুতার বলি হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আলোচিত এ হত্যার ঘটনায় এখনও মামলার এজাহারভুক্ত ৩ আসামি পলাতক রয়েছে।

র‌্যাব কর্মকর্তা তানভির হাসান জানান, আসামি সাজ্জাদ হোসেন ও মো. সানাউল্লাহ গ্রেফতার এড়াতে বান্দরবানের আলীকদমে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল-এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া দুইজনকে জিজ্ঞাসাবাদে পলাতকদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র‌্যাব। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী