রাশিয়ায় অস্ত্র পাঠাবে না চীন
২১ মার্চ, ২০২২, 11:53 AM
NL24 News
২১ মার্চ, ২০২২, 11:53 AM
রাশিয়ায় অস্ত্র পাঠাবে না চীন
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানান ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে অস্ত্র পাঠাবে না চীন। পাশাপাশি সংকট কমাতে পদক্ষেপ নেবে বেইজিং।
এর আগে এক টেলিফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে বলেন, রাশিয়ায় অস্ত্র সরবরাহ করলে এর পরিণতি ভোগ করতে হবে। এরপর রাষ্ট্রদূত কিন গ্যাংয়ের কাছ থেকে এমন মন্তব্য এল।
কিন গ্যাং অভিযোগ করে বলেন, সমস্যা সমাধানে যেকোনে ধরনের নিন্দা কোনো কাজে আসবে না, এজন্য প্রয়োজন ভালো কূটনৈতিক তৎপরতা।
উল্লেখ্য, ইউরোপের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা।