ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

লন্ডনের বরোগুলোতে ইংরেজির পর কোন ভাষা বেশি জনপ্রিয়

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৪,  6:57 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন একটি সংস্কৃতির মিলনস্থল। এখানে বিশ্বের ১০০টিরও বেশি ভাষায় কথা বলা হয়। পাকিস্তান থেকে কলোম্বিয়া, ইরান থেকে ফ্রান্স—বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের উপস্থিতি এখানে রয়েছে।

সম্প্রতি ২০২১ সালের আদমশুমারির ভিত্তিতে যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (ওএনএস) একটি গবেষণা প্রকাশ করেছে। এতে লন্ডনের ৩২টি বরোতে (উপ-অঞ্চল) ইংরেজির পর সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষাগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

এই তথ্য অনুযায়ী, লন্ডনের ৩২টি বরোর প্রতিটিতে তিন বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের প্রধান ভাষার ভিত্তিতে একটি মানচিত্র তৈরি করা হয়েছে। এতে উঠে এসেছে লন্ডনের বহু-সংস্কৃতির প্রকৃতি। 

ইংরেজির পর সবচেয়ে বেশি লোক যেই ভাষায় কথা বলে, সেই ভাষা প্রতিটি বরোতে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। এই গবেষণায় দেখা গেছে, রোমানিয়ান এবং স্প্যানিশ ভাষা ইংরেজির পরে ছয়টি বরোতে সবচেয়ে জনপ্রিয়। 

মোট ১৩টি ভিন্ন ভাষা লন্ডনের ৩২টি বরোতে ইংরেজির পরে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হিসেবে স্থান পেয়েছে। তবে টাওয়ার হ্যামলেটস বরোতে বাংলা সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় ভাষা। এই বরোর ১০.৯৭% বাসিন্দা বাংলা ভাষায় কথা বলেন। এর মধ্যে সিলেটি ও চাটগাঁইয়া উপভাষার প্রাধান্য রয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী