ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

লন্ডনের বাংলাটাউনে ট্রাম্পকে আমন্ত্রণ মেয়র সাদিক খানের

#

নিজস্ব সংবাদদাতা

০৪ মার্চ, ২০২৫,  3:35 PM

news image
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লন্ডনের ঐতিহ্যবাহী বাংলাদেশি অঞ্চল ব্রিকলেন (বাংলাটাউন) পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। আগামী রাষ্ট্রীয় সফরে ট্রাম্পকে বাংলাদেশি সংস্কৃতি ও রান্নার স্বাদ নেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই মেয়র। তিনি বলেন, ট্রাম্পকে লন্ডনের বৈচিত্র্যের শক্তি দেখাতে চাই। ভাত-তরকারি থেকে শুরু করে আমাদের উৎসব—সবই তিনি প্রত্যক্ষ করতে পারবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার সাম্প্রতিক ওয়াশিংটন সফরের সময় ট্রাম্পকে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। যদিও ২০১৯ সালে ট্রাম্পের প্রথম সফরের বিরোধিতা করেছিলেন সাদিক খান। এবার তিনি বৈরিতার বদলে সংলাপের পথ খুলতে চান বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প অতীতে সাদিক খানকে "একজন পাথরের মতো পরাজিত" বলে আক্রমণ করলে, সাদিক খান জবাব দিয়েছিলেন তাকে ‘বর্ণবাদীদের পোস্টার বয়’ আখ্যায়িত করে।  

ব্রিকলেন পরিদর্শনের পাশাপাশি ট্রাম্পকে ট্রাফালগার স্কোয়ারে সেন্ট প্যাট্রিক দিবস, ঈদ বা দীপাবলি উদযাপনে যোগ দেওয়ারও পরামর্শ দিয়েছেন সাদিক খান। তার মতে, "পূর্বধারণা ভেঙে বৈচিত্র্যকে শক্তি হিসেবে উপস্থাপনই লক্ষ্য।" এছাড়া স্থানীয় উপাসনালয় ও বহুসংস্কৃতির অভিজ্ঞতা নেওয়ার কথাও বলেন তিনি।  

বাংলাটাউনের ইতিহাস ও সংস্কৃতির প্রতি ইঙ্গিত করে খান বলেন, "এটি কেবল খাবারের স্ট্রিট নয়, সংগ্রাম ও সমৃদ্ধির গল্পও বয়ে বেড়ায়।" ১৯৯৭ সালে আনুষ্ঠানিকভাবে 'বাংলাটাউন' ঘোষিত এই অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিরা চিকেন টিক্কা মাসালাকে ব্রিটিশদের প্রিয় খাবার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এখানে ব্রিকলেন মসজিদ, কবি নজরুল সেন্টার, আলতাব আলী পার্কের মতো স্থাপনা প্রবাসী বাংলাদেশিদের অবদানের সাক্ষ্য দেয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী