ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট’র ঈদ সামগ্রী বিতরণ

#

১৫ মে, ২০২২,  12:46 AM

news image

মোঃ আব্দুল আল মামুন,  চট্টগ্রাম :

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট’র উদ্যোগে চন্দনপুরা গুলএজার বেগম স্কুলে  লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট উদ্যোগে ০৪ টি  এতিমখানা ও ১০০ টি দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন  শামসুউদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন ও গাইডিং লায়ন ও প্রতিষ্ঠাতা সভাপতি  লায়ন মোঃ আশিকুল আলম আশিক। এছাড়া আরোও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট লায়ন মোঃ ইসমাইল (এরিস্টোক্রেট এলিট), ডিরেক্টর লায়ন মহিউদ্দিনচৌধুরী, লায়ন আহমেদ নূর, লায়ন জাবেদ সিদ্দিকী, জয়েন্ট সেক্রেটারি লায়ন সাজ্জাদ হোসেন, লায়ন শাহিনুর মাহমুদ, ট্রেজারার লায়ন আবছার, জয়েন্ট ট্রেজারার লায়ন আরিফুজ্জামান, লায়ন জোবায়ের, লায়ন সোহেল উদ্দিন, লিও রফিক, লিও বোরহান, লিও সাজ্জাদ, সেক্রেটারি লিও রাহুল, লিও মামুন, লিও রাহাত, লিও হাবিব সহ প্রমুখ। লায়ন্স নেতৃবৃন্দ বলেন, আর্ত মানবতার কল্যাণে লায়ন্স ক্লাবের সেবা সমূহ প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দিতে লায়নরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও ক্লাবের যে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলছে তা নিয়মিত ভাবে চলমান থাকবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী