ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

লেবাননে ৪৪০ হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৪,  10:48 AM

news image
ছবি: সংগৃহীত

লেবাননে স্থল অভিযানে হিজবুল্লাহর ৪৪০ জন সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে  ইসরায়েল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, 'গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।'

এদের মধ্যে ৩০ জন কমান্ডার রয়েছেন বলেও জানান তিনি। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলিদের হতাহতের তেমন কোনো তথ্য না পাওয়া গেলেও ইসরায়েলি মিডিয়া ওয়ালা দেশটির সাফেদের জিভ হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, গত কয়েকদিনে সেনাসহ ১১০ জন আহত ব্যক্তিকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অস্ত্রাগারের একটি বড় অংশ ধ্বংস করতে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ইসরায়েলি সেনারা ইসরায়েল ও লেবানন সীমান্তের কাছে হিজবুল্লাহর টানেলও ধ্বংস করেছে। যদিও আমরা এখনো হুমকি অপসারণে পুরোপুরি সক্ষম হইনি, তবে আমরা স্পষ্টতই যুদ্ধের গতিপথ এবং ভারসাম্যে পরিবর্তন আনতে পেরেছি।

তিনি আরও বলেন, ইসরায়েলের দায়িত্ব ও অধিকার আছে আত্মরক্ষা করার, এই হামলার জবাব দেওয়ার এবং আমরা তা করব।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী