ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

শরণার্থীদের দাবি মেনে ম্যানস্টনে তদন্তের ঘোষণা যুক্তরাজ্যের হোম অফিস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৫,  8:20 PM

news image
ছবি: সংগৃহীত

কেন্টের একটি অভিবাসন কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগে আইনি চ্যালেঞ্জের পর শরণার্থীদের জন্য অর্থায়িত আইনি সহায়তাসহ একটি স্বাধীন তদন্ত পরিচালনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের হোম অফিস।  

শরণার্থীদের ক্রমবর্ধমান ঢল সামাল দিতে ২০২২ সালের জানুয়ারিতে ম্যানস্টনে একটি স্বল্পমেয়াদি হোল্ডিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল। তবে বছরের দ্বিতীয়ার্ধে এই কেন্দ্র ব্যাপক অরাজকতার মধ্যে দিয়ে যায়।  

কেন্দ্রে বন্দি ১৬ জন শরণার্থী দেশটির হোম সচিব ইভেট কুপারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যান। পরে আদালতের আদেশে হোম অফিস ঘোষণা করে, তদন্তটি একটি স্বাধীন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে। এতে শরণার্থীদের জন্য অর্থায়িত আইনি সহায়তা এবং প্রাসঙ্গিক নথিপত্রে কার্যকর অ্যাক্সেসের সুযোগ থাকবে। 

২০২২ সালের শরতে ম্যানস্টনের অবস্থা চরম আকার ধারণ করে। ১,৬০০ জন ধারণক্ষমতার এই কেন্দ্রে প্রায় ৪,০০০ মানুষকে রাখা হয়েছিল। অতিরিক্ত ভিড়ের কারণে শরণার্থীদের মধ্যে ডিপথেরিয়া ও স্ক্যাবিসের প্রাদুর্ভাব ঘটে। তাদের অপরিচ্ছন্ন মেঝেতে বা কার্ডবোর্ডের উপর শুতে বাধ্য করা হয়। টয়লেটগুলোর অবস্থাও ছিল অস্বাস্থ্যকর।

আইনজীবী লুইস কেট বলেন, “তদন্তটি গুরুত্বপূর্ণ, যেন ম্যানস্টনের সংকটের পুনরাবৃত্তি এড়ানো যায়।”  

হোম অফিস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও, তারা বলেছে যে তদন্তে মানবাধিকারের প্রতি অঙ্গীকার অটুট রয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী