ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

শাহরুখের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক করলেন অভিনেতা

#

বিনোদন ডেস্ক

০৬ জুন, ২০২৪,  1:04 PM

news image
ছবি: সংগৃহীত

পর্দায় অপরাধীদের কাছে মূর্তিমান আতঙ্ক বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার বাহাদুরিতে কতজন রক্ষা পায় বিপদের হাত থেকে। অনেকে প্রতারণার হাত থেকেও নিস্তার পায়। এবার রিলের সেই মুশকিল আসান কিং খানের নাম ভাঙিয়ে করা হচ্ছে প্রতারণা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের নামে প্রতারণা ফাঁদ পেতে চক্র। সংস্থাটির নাম করে নিজেদের স্বার্থ উদ্ধার করছে তারা। বিষয়টি সামাজিক মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে শাহেনশার প্রযোজনা সংস্থা।

ইনস্টাগ্রামে বলা হয়েছে, আমরা জানতে পেরেছি যে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ফ্রড অফার ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে। সেখানে দাবি করা হচ্ছে যে এটা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা সবাইকে জানাতে চাই যে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট কোনোরকম নিয়োগ বা সেই সংক্রান্ত পলিসি বা কোনো কাজের অফার বা সুযোগ বা অন্য কিছু জিনিস হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেয় না।

আরও লেখা হয়েছে, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে কোনো জেনুইন সুযোগ একমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই যোগাযোগ করে দেওয়া বা জানানো হয়।

কিং খানকে সবশেষ দেখা গেছেডানকিসিনেমায়। এর পরিচালক রাজকুমার হিরানী। এতে শাহরুখের সঙ্গে দেখা গেছে তাপসী পান্নুকে। আরও দেখা গেছে বোমান ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভারসহ আরও অনেককে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী