ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

শিক্ষা ও শৃঙ্খলা বিনষ্টের প্রতিবাদে দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ

#

নিজস্ব সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৫,  9:42 PM

news image

মোরশেদ আলম, চট্টগ্রাম: গুপ্ত সংগঠনের গোপন তৎপরতা, শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্তি সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টায় আনোয়ারার কালাবিবি দিঘীর মোড় থেকে শুরু হয়ে পিএবি সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমুহনী দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভে ছাত্রদল নেতাকর্মীরা “দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার”, “স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার”, “দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক রহমান এর সঞ্চালনায় এতে সভাপতিত্বে করেন ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির।


এসময় বক্তব্যে ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির বলেন, “৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে হত্যাকাণ্ড চালিয়ে উল্লাস করা হয়েছে—আমরা এর তীব্র নিন্দা জানাই। দেশের শিক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের পেছনে বর্তমান সরকারের কিছু উপদেষ্টা দায়ী। অনতিবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।”

এ সময় আরও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, আবদুল মান্নান রানা, আজিম উদ্দিন, এনামুল হক সজিব, সাখাওয়াত হোসেন মিশু, নুর শাহেদ খান রিপন, নাঈম উদ্দিন, রিয়াদ হোসেন, সিফাত, এনামুল হক এনাম, জুয়েল, মোরশেদ, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা নাঈম উদ্দিন, রিদুয়ান আরিফুল ইসলাম, শফি আলম, মো. মাসুদ চৌধুরী, মো. আরফাত, সাকিব উদ্দিন, অনর্ব বড়ুয়া, রাসেল, আতিকুর রহমান, জাবেদ, মো. তুষার, মো. মুন্না, মো. ফাহিম, আজাদ, নুরুল আবেদীন প্রমুখ।

এছাড়া সাতকানিয়া, লোহাগাড়া ও কলেজ ইউনিটের ছাত্রদল নেতারাও বিক্ষোভে অংশ নেন।

ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণতন্ত্র, শিক্ষার পরিবেশ এবং ছাত্রদের অধিকার রক্ষায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।”

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী