ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে-মোতাহেরুল ইসলাম এমপি

#

নিজস্ব সংবাদদাতা

০২ মার্চ, ২০২৪,  5:14 PM

news image

মোরশেদ আলম, পটিয়া: জনপ্রশাসন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, সঠিক শিক্ষা নীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের দেয়া হয় পাঠ্য বই। একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, সমন্বিত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে দেশপ্রেমিক মানুষ হতে হবে। সঠিক শিক্ষা ব্যবস্থার কারণে দেশ এখন উন্নয়নের রোল মডেল। যা বিশ্বের কাছে প্রশংসিত। 

শনিবার (২ মার্চ) দুপুরে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধিত অতিথি হিসেবে মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি এ কথা বলেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শাহীনা ইয়াসমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভুঁইয়া জনি, পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, পটিয়া পৌর কাউন্সিলর গোফরান রানা, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোজাহেরুল ইসলাম চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. শাহজাহান চৌধুরী, শিরীন শায়লা বানু, শাকিলা সুলতানা, জসিম উদ্দিন, হালিমা সাদিয়া, জান্নাতুল ফেরদৌস, আ’লীগ নেতা ফজলুল হক আল্লাই, শেখ মো. বেলাল, মোহাম্মদ সোহেল, রবিউল হোসেন খোকন, লেখক রশীদ এনাম, গাজী গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা ইকবালুর রহমান ওপেল প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী