ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

শেষ ওভারে ৩০ রান তুলে অবিশ্বাস্য জয় রংপুরের

#

ক্রীড়া ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২৫,  6:58 PM

news image
ছবি: সংগৃহীত

জয়ের জন্য শেষ ওভারে রংপুর রাইডার্সের দরকার ছিল ২৬ রান। এমন এক অসম্ভব সমীকরণকে সম্ভব করে তুললেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান। কাইল মায়ার্সের করা ২০তম ওভারে ৩০ রান তুলে নিয়ে রংপুরকে এনে দিলেন অবিশ্বাস্য জয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক। ব্যাট হাতে বরিশালকে দারুণ সূচনা এনে দেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তামিম করেন ৩৪ বলে ৪০ রান। আর শান্ত ৩০ বলে ৪১ রান। 

মধ্যভাগে কাইল মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে বরিশাল সংগ্রহ করে ১৯৭ রান। 

১৯৮ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় রংপুর। ফর্মে থাকা অ্যালেক্স হেলস মাত্র ১ রান করে আউট হন। পরিস্থিতি সামাল দেন ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ। তাদের ৯১ রানের জুটিতে জয় আশা জাগায় রংপুর। ইফতিখার ৩৬ বলে ৪৮ রান করে আউট হলে খুশদীল চালিয়ে যান আক্রমণ। তবে ২৩ বলে ৪৮ রান করে তিনি আউট হলে জয়ের আশা ফিকে হয়ে যায়। 

শেষ ওভারে দরকার ২৬ রান। সোহান প্রথম বলেই ছক্কা হাঁকান। এরপর চার বলে চার বাউন্ডারি মেরে সমীকরণ নামান ১ বলে ২ রানে। শেষ বলেও ছক্কা মেরে দলকে জয় এনে দেন তিনি। সোহান অপরাজিত থাকেন ৭ বলে ৩২ রানে। এই জয়ে টানা ছয় ম্যাচে জিতলো রংপুর।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী