ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

সংখ্যালঘুদের ভারতে পালানোর দাবি অতিরঞ্জিত: দ্য হিন্দু

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৪,  11:28 AM

news image
ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতার কারণে সংখ্যালঘুরা দলে দলে ভারতে পালিয়ে যাচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। তবে ভারতের শীর্ষ সংবাদমাধ্যম দ্য হিন্দু এ দাবি নাকচ করে দিয়েছে।  

দ্য হিন্দুর রবিবারের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী বা ত্যাগকারী অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। ছয় বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বিষয়ে প্রচারিত অনেক খবর অতিরঞ্জিত।  

ভারত সরকারের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১ হাজার ৩৯৩ জন বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে, জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত, শেখ হাসিনার সরকারের পতনের আগে ১ হাজার ১৪৪ জনকে আটক করা হয়েছিল। এ তথ্য থেকে স্পষ্ট, সরকার পরিবর্তনের পর হাজার হাজার সংখ্যালঘু ভারতে পালিয়ে যাওয়ার খবর সঠিক নয়।  

চলতি বছরে বিএসএফ সীমান্ত পাড়ি দেওয়ার সময় মোট ৩ হাজার ৯০৭ জনকে আটক করেছে। যার মধ্যে বাংলাদেশি ও ভারতীয় উভয়েই রয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৫ হাজার ৯৫ জন।  

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিয়ে প্রচারিত একাধিক তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো অতিরঞ্জিত তথ্য প্রকাশ করতে শুরু করে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী