ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

সরকারকে ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দিতে হবে

#

নিজস্ব সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২৪,  6:22 PM

news image
ছবি: সংগৃহীত

আগামী ১৫ জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে ‘জুলাই আন্দোলনের ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে। সেই সময় পর্যন্ত দেশের মানুষের আকাঙ্ক্ষা জানার জন্য জেলায় জেলায়, মহল্লায় মহল্লায় যেতে হবে বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে তারা এসব কথা বলেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র এতদিন ছিল না। আমরা চাই, ১৫ জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্র জারি করা হোক। সেই সময় পর্যন্ত আপনাদের জেলায় জেলায় গিয়ে মানুষের কথা শুনতে হবে।”

তিনি আরও বলেন, “আজও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হয়নি। পিলখানায় দেশপ্রেমিক অফিসারদের হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে আলেম-ওলামাদের ওপর রাতের আঁধারে চালানো হত্যাযজ্ঞের বিচার হয়নি। এসব হত্যার বিচার দ্রুত করতে হবে।”

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র পাঠের উদ্যোগ তাদের বিজয়ের প্রতীক। অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করতেই হবে।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরাই নতুন সংবিধান তৈরি করবেন। দেশের মানুষের আকাঙ্ক্ষাগুলো পূরণের দায়িত্ব তাদেরই নিতে হবে।”

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী