ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড় ধস, যানবাহন চলাচল বন্ধ

#

নিজস্ব সংবাদদাতা

২৪ জুলাই, ২০২৫,  10:49 PM

news image

ভারী বৃষ্টিপাতের কারণে বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বৃহস্পতিবার থেকে ওই রুটের সাজেক পর্যটন কেন্দ্রে আগত পর্যটকবাহী গাড়িসহ সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

স্থানীয়রা জানায়, বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বৃহস্পতিবার ভোর থেকে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে পাহাড় ধসের মাটি সরানোর চেষ্টা চালাচ্ছেন।

 

 

ঘটনাস্থল পরিদর্শন করে সাজেকের ইউপি চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, বাঘাহাট-সাজেক সড়কের নন্দারাম এলাকায় ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে বৃহস্পতিবার ভোর থেকে সাজেকে যাওয়ার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাজেকগামী পর্যটকরা। 

 

তিনি আরও জানান, সড়ক থেকে মাটি সরাতে বড় এস্কেভেটরের প্রয়োজন।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, সাজেক-বাঘাইহাট সড়কে কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সেখানকার কারো সঙ্গে যোগাযোগ করতে না পারায় ওই রুটে সড়ক যোগাযোগ বন্ধ আছে কি না সঠিক জানি না।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী