ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

সিদ্ধান্ত পাল্টালেন ববিতা

#

১৭ মে, ২০২২,  2:59 PM

news image

সবশেষ ২০১৫ সালে নারগিস আকতারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছিলেন বরেণ্য অভিনেত্রী ববিতা। প্রায় সাত বছর ধরেই নতুন কোনো সিনেমায় তার দেখা নেই। সিনেমার কাজ থেকে থেকে দূরে থাকলেও ইচ্ছে পোষণ করেছিলেন নির্মাণের। জানিয়েছিলেন, জীবনে একবার হলেও সিনেমা নির্মাণ করবেন এই অভিনেত্রী।

অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ববিতা। করোনা পরবর্তী সময়ে সিনেমা ইন্ডাস্ট্রির দুর্দশা দেখেই তার এমন সিদ্ধান্ত বলে জানান এই অভিনেত্রী।

ববিতা বলেন, ‘বছর কয়েক আগেও ভেবেছিলাম একটি হলেও ছবি নির্মাণ করব। তবে করোনার পর ইন্ডাস্ট্রির যে অবস্থা দেখছি, তাকে সাহস হারিয়ে ফেলেছি। ছবি পরিচালনা করার আগ্রহ আর নেই।’

তিনি আরও বলেন, ‘যারা এই সময় সাহস নিয়ে ছবি নির্মাণ করছেন, তাদেরকে শুভ কামনা জানাই। আর দর্শকদের বলল, তারা যেন সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখে। তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। আর চলচ্চিত্রের সঙ্গে যারা জড়িত আছেন তাদের কাছে অনুরোধ করব; তারা যেন ভালো গল্প ও মানের ছবি নির্মাণ করেন। তাহলেই দর্শক আবার হলমুখী হবেন।’

শুধু পরিচালনাই নয়, আগামীতে নতুন কোনো সিনেমায় ববিতাকে পাওয়া যাবে কিনা তা নিয়েও নিশ্চিত নয় বলে জানান এই অভিনেত্রী।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী