ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

সৌদি রিয়েল বিক্রির নামে প্রতারণা: পটিয়ায় চক্রের ৩ সদস্য আটক

#

নিজস্ব সংবাদদাতা

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  5:07 PM

news image

মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় এক ব্যবসায়ীকে সৌদি রিয়েল দেখিয়ে ৫ লাখ টাকা প্রতারণার অভিযোগে পুলিশ আন্তঃজেলা প্রতারকচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার পুকুরিয়া গ্রামের মৃত সুন্দর আলী খানের পুত্র লিয়াকত আলী খান (৫৫), ফরিদপুর জেলার ছোট খারদিয়া গ্রামের মো. কাউছার বেগের পুত্র মো. সোহেল বেগ (৩৩) এবং একই জেলার রায়পাড়া সদরদি এলাকার মোহাম্মদ খানের পুত্র মো. জাহিদ খান প্রকাশ শহীদ (৪৫)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সৌদি ১০০ রিয়েলের ২০টি নোট, ৮টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা। সোমবার রাতে তাদের গ্রেফতার করে মঙ্গলবার সকালে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, পটিয়া পৌর সদরের ব্যবসায়ী মো. আলকাছ মিয়াকে প্রতারকচক্র প্রথমে ফেরিওয়ালা ছদ্মবেশে টার্গেট করে। পরে সৌদি রিয়েল বিক্রির প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। মামলার সূত্র ধরে তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ হান্নান অভিযান চালিয়ে প্রথমে লিয়াকত আলী খানকে গ্রেফতার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য সদস্যদেরও গ্রেফতার করা হয়।

পটিয়া থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হান্নান বলেন, “প্রতারকচক্র দীর্ঘদিন ধরে পটিয়ার বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।”

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী