১০০ মাইল বেগের ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি, ২০২৫, 3:54 PM
                            আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি, ২০২৫, 3:54 PM
                            ১০০ মাইল বেগের ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড
ঘূর্ণিঝড় আইউইন তাণ্ডবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রায় এক মিলিয়ন বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার ঘণ্টায় ১০০ মাইল (১৬১ কিমি) গতিবেগের ঝোড়ো হাওয়ার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডে একটি গাছ গাড়ির ওপর পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে। পাশাপাশি ট্রেন, বিমান ও ফেরি চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ের সবচেয়ে শক্তিশালী ধাক্কা পেরিয়ে গেলেও শক্তিশালী বাতাস অব্যাহত থাকবে। ইংল্যান্ড ও ওয়েলসের কিছু এলাকায় সপ্তাহান্তে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
স্কটল্যান্ডে বাতাসের জন্য মধ্যম স্তরের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের কিছু এলাকায় বৃষ্টি, তুষার, বাতাস ও বরফের জন্য হলুদ সতর্কতা বলবৎ রয়েছে।
আয়ারল্যান্ডে এখনো ৬ লাখ ২৫ হাজার বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। আয়ারল্যান্ডের বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, বিদ্যুৎ পুনরুদ্ধারে কয়েক দিন সময় লাগবে।
উত্তর আয়ারল্যান্ডে ২ লাখ ১৪ হাজার, স্কটল্যান্ডে ১ লাখ ৬ হাজার এবং উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ২০ হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ নেই। উত্তর আয়ারল্যান্ডের বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, পুরোপুরি বিদ্যুৎ পুনঃসংযোগে ১০ দিন সময় লাগতে পারে।
স্কটল্যান্ডের বর্ডারস অঞ্চলের বাসিন্দা মার্ক জোন্স বলেন, “ঝড় আমাদের এলাকায় ভূমিকম্পের মতো আঘাত করেছে। আমার কারপোর্ট পুরো মাটির বাইরে উঠিয়ে নিয়ে গাছপালার মধ্যে ফেলে দিয়েছে।”