ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

৫০ আইএস সদস্যের আত্মসমর্পণ

#

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  6:45 PM

news image
তালেবানের কাছে আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক : পূর্ব নানগরহার প্রদেশের কর্মকর্তারা জানান ইসলামিক স্টেট খোরাসান শাখার প্রায় ৫০ জন সদস্য তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। 

নানগরহার প্রদেশের গোয়েন্দা পরিচালক ডাক্তার বশির বলেন, তালেবানের শীর্ষ নেতা যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তার ভিত্তিতে আইএস সদস্যরা আত্মসমর্পণ করেছেন। এই প্রক্রিয়া চলতে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। 

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে আফগানিস্তানের খামা প্রেসের খবরে বলা হয়েছে, উপজাতি মুরুব্বিদের মধ্যস্থতায় এই আইএস-কে ‘র সদস্যরা আত্মসমর্পণ করেছেন।  

গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর এটা হলো ‘আট নম্বর গ্রুপ’ যারা তালেবানের কাছে অস্ত্র সমর্পণ করল। 

আত্মসমর্পণকারীরা এসএস-কে’তে যোগদান করার জন্য অনুশোচনা করেছেন এবং ভবিষ্যতে পুনরায় এই দলে যোগদান না করার প্রতিজ্ঞা করেছেন। 

তালেবান নেতা ডা. বশির বলেন, আত্মসমর্পণকারীদের আত্মসমর্পণ শর্তসাপেক্ষযুক্ত এবং তারা এক এলাকা থেকে অন্য এলাকায় অনুমতি ছাড়া যেতে পারবেন না। এছাড়া তারা অস্ত্র, সামরিক গাড়ি এবং অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী