ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

‘পর্তুগিজরা যে থালায় খায় সেখানেই থুতু দেয়’

#

২৯ সেপ্টেম্বর, ২০২২,  4:42 PM

news image

ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করা পর্তুগিজ সমর্থকদের ‘চিরকালের অকৃতজ্ঞ’ বললেন তার বোন কাইতা অ্যাভেইরো। তিনি জানান, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ফরোয়ার্ড এখনও বিশ্বের সেরা ফুটবলার।

গত মঙ্গলবার রাত ছিল রোনালদোর জন্য বেশ বাজে। তার দল পর্তুগাল স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে উয়েফা নেশন্স লিগ থেকে বিদায় নেয়। আসরের সেমিফাইনালসে উঠে যায় স্প্যানিশরা। সেই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর ওপর হামলে পড়েন সমর্থকরা। এমনকি কয়েকজন তার দলে থাকা নিয়েও প্রশ্ন তোলেন। তবে ভাইয়ের হয়ে এবার হাল ধরেছেন অ্যাভেইরা। ইন্সটাগ্রামে অ্যাভেইরা লিখেন, তার পরিবার এবং যারা তাকে ভালোবাসে তারা তার পাশে আছে। যাই হোক না কেন, তারা সবসময় তার পাশে থাকবে। তবে বর্তমান সময়টি আমাকে বিস্মিত করেনি। পর্তুগিজরা যেই থালায় খায় সেখানেই থুতু দেয়। এটা সবসময়ই ঘটেছে।

তিনি আরও লিখেন, এই কারণেই যখন কেউ ছাই থেকে আবির্ভূত হয় ও মানসিকতা পরিবর্তন করে, তখন এটি বিরক্তকর... সর্বদা তোমার সাথে আছি, আমার রাজা। শান্ত হও।

অ্যাভেইরা জানান, রোনালদো এখন তার ক্যারিয়ারে খারাপ সময় পার করছেন। তবে এই বাজে সময়ে তাকে উৎসাহ না দেওয়ার পরিবর্তে দুয়ো দেওয়ায় সমর্থকদের সমালোচনা করেছেন।

‘পর্তুগালকে যারা সবসময় দিয়েছে এখন সময় তাদের পাশে দাঁড়ানো। তবে পর্তুগিজরা অসুস্থ, হীনচেতা, আত্মাহীন, বোকা, অকৃতজ্ঞ ও চিরকালের অকৃতজ্ঞ।–যোগ করেন অ্যাভেইরা।’

রোনালদো পর্তুগালের জার্সিতে সর্বোচ্চ ১১৭টি গোল করেছেন। যেকোনো ফুটবলার হিসেবেও আন্তর্জাতিক ফুটবলে এটি সর্বোচ্চ। তার নেতৃত্বে দলটি ইউরো ২০১৬ চ্যাম্পিয়ন হয়। এছাড়া তিন বছর পর উয়েফা নেশন্স লিগও ঘরে তোলে তারা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী