ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

‘পাসশূন্য’ দুই কলেজ

#

নিজস্ব সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  5:55 PM

news image


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় দুটি কলেজ থেকে অংশ নেয়া ৫শ’ শিক্ষার্থীর পাস করেননি কেউ। রোববার বেলা ১২টায় শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণাকালে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ। 


তিনি জানান, দুটি কলেজের ৫শ’ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই পরীক্ষায় কৃতকার্য হননি। বিষয়টি খতিয়ে দেখবে শিক্ষা বোর্ড। এরপর কলেজ দুটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ এক হাজার ১০২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে নগরীর কোতোয়ালি থানার আইডিয়াল কলেজের একজন পরীক্ষার্থী ছিলেন। তিনি অকৃতকার্য হয়েছেন। এছাড়া খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বৌদ্ধ শিশুঘর হাইস্কুল অ্যান্ড কলেজের চারজন পরীক্ষার্থীর কেউই কৃতকার্য হতে পারেননি।


এ বোর্ডে এবার পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। যা গতবার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া গতবারের চেয়ে এবার বেড়েছে জিপিএ-৫। 


পরীক্ষায় অংশ নেয়া এক লাখ এক হাজার ১০২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক লাখ ২১ হাজার ৮৮৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন। পাসের হার ও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা।


ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ছয় হাজার ৫০ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ৬৭০ জন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী